ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

করোনায় মৃত্যু নেই, একদিনে আক্রান্ত আরও ১০

প্রকাশিত: ১৭:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

করোনায় মৃত্যু নেই, একদিনে আক্রান্ত আরও ১০

একদিনে আক্রান্ত ১০।

সারাদেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এসময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক  এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮১৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ২ হাজার ২১৪ জন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×