ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ২৪৬

প্রকাশিত: ১৭:৪৫, ৮ ডিসেম্বর ২০২২

একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ২৪৬

একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু

গত একদিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ১৪১ জন এবং ঢাকার বাইরের ১০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৬৯৫ জন। এরমধ্যে মারা গেছেন ২৬৩ জন। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ২২০ জন।

২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

 

এমএম

×