ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৫১৫  

প্রকাশিত: ১৭:০৮, ২২ নভেম্বর ২০২২; আপডেট: ১৯:০৬, ২২ নভেম্বর ২০২২

ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৫১৫  

হাসপাতালে ডেঙ্গুরোগী

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ নিয়ে গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৫১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৩১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৭ জনে দাঁড়াল।

মঙ্গলবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৫১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৬৬ জন ঢাকায় এবং ২৪৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

এমএস

সম্পর্কিত বিষয়:

×