ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে বাড়ল করোনা সংক্রমণ, শনাক্ত ৫২৭

প্রকাশিত: ১৮:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২২

দেশে বাড়ল করোনা সংক্রমণ, শনাক্ত ৫২৭

করোনা ভাইরাসের সংক্রমণ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৯ জনে অপরিবর্তিত রয়েছে।

এছাড়া একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৪ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ ও ৪ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ২২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে, আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন।

এমএইচ

×