ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সৌন্দর্যে ব্রেস সিস্টেম

ডা. মোঃ ফারুক হোসেন

প্রকাশিত: ২১:১৮, ৮ আগস্ট ২০২২

সৌন্দর্যে ব্রেস সিস্টেম

দাঁত সুন্দর

মুখের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে দাঁতের উপরদাঁত সুন্দর না থাকলে একজন মানুষকে কখনই সুন্দর দেখাবে নাউঁচুনিচু  বা আঁকাবাঁকা দাঁত থাকলে চিকিসার সময় দাঁতের ব্রেস লাগিয়ে বিভিন্ন পদ্ধতিতে চিকিসা প্রদান করা হয়ব্রেসের মাধ্যমে চিকিসা করা হয় বলে একে ব্রেস সিস্টেম বলা হয়

ব্রেস সিস্টেম বিভিন্ন ভাগ রয়েছেসেগুলো হলো :

(ক) বেগস্ টেকনিক বা কৌশল : অস্ট্রেলিয়ায় এই পদ্ধতিতে চিকিসা করা হয়

(খ) আলেকজান্ডার টেকনিক বা কৌশল : মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদ্ধতিতে চিকিসা করা হয়

(গ) রথ টেকনিক বা কৌশল : মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদ্ধতিতে চিকিসা করা হয়

(ঘ) স্টেইট ওয়ার টেকনিক বা কৌশল : মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদ্ধতিতে চিকিসা করা হয়

বাংলাদেশের চিকিসা পদ্ধতি : আমাদের দেশে ফিক্সড অর্থোডন্টিক চিকিসায় স্ট্যান্ডার্ড এজ ওয়াইজ সিস্টেম আঁকাবাঁকা বা উঁচুনিচু দাঁতের চিকিসা প্রদান করা হয়১৯৯০ সাল থেকে আমাদের দেশে এই চিকিসা চলে আসছেবাংলাদেশ ছাড়া জাপান ও আমেরিকায় এ পদ্ধতিতে চিকিসা দেয়া হয়চিকিসা শুরুর সময় : মনে রাখতে হবে মুখের আঁকাবাঁকা দাঁতের চিকিসা শুরু করার একটি নির্দিষ্ট সময় রয়েছেতবে এটি শুধু ফিক্সড্ অর্থোডন্ডিক চিকিসার ক্ষেত্রে প্রযোজ্যক্যানাইন বা বিউটি দাঁতের রুট বা গোড়া পুরোপুরি গঠনের পরেই কেবল ফিক্সড অর্থোডন্টিক চিকিসা শুরু করা যাবে

তার মানে দাঁড়াল বিউটি দাঁতের অর্থা তিন নাম্বার দাঁতের গঠন শেষ না হওয়া পর্যন্ত মুখের সার্বিক বিউটি নিমিত্তে ব্রেস সিস্টেম প্রয়োগ করা যাবে নাপাশাপাশি রোগীর মুখে উপরে এবং নিচের চোয়ালে প্রথম স্থায়ী মোলার দাঁত অর্থা ৬ নম্বর দাঁত থাকতে হবেপ্রথম স্থায়ী মোলার দাঁত না থাকলে চিকিসার করাটা কঠিন হয়ে পড়ে

চিকিসার করার বয়সসীমা : আমাদের দেশে অনেকের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যে বয়স বেশি হয়ে গেলে আর বুঝি আঁকাবাঁকা বা  উঁচুনিচু দাঁতের চিকিসা করা যাবে নাকথাটি মোটেও সত্য নয়মূল ব্যাপারটি হলো একটি দাঁতের পেরিওডন্টাল রিগামেন্ট অবশ্যই ভাল হতে হবেপাশাপাশি দাঁতের পাশে সংযুক্ত হাড়ের অবস্থা সুস্থ হতে হবেতাহলে বয়স বেশি হয়ে গেলেও দাঁতের চিকিসা করাটা কঠিন কোন ব্যাপার নয়আবার কারও বয়স বেশি নয় কিন্তু সিস্টেমিক রোগে আক্রান্ত বিশেষ করে যদি কেউ ডায়বেটিস রোগে আক্রান্ত হন তাহলে ব্রেস সিস্টেম অর্থা ফিক্সড অর্থোডন্টিক চিকিসা করাটা আসলেই কষ্টসাধ্য হয়ে পড়ে

চিকিসার সময় করণীয় : ব্রেস সিস্টেম চিকিসার সময় যে সব ব্যাপারে রোগীর সচেতন হতে হবে সেগুলো হলো :

(ক) মুখ গহব্বর পরিষ্কার রাখা

(খ) বিশেষ পদ্ধতিতে দাঁত ব্রাস করা

(গ) অসুস্থতার কারণে একান্তই দাঁত ব্রাস করতে না পারলে মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে

ট্রেনার : মুখে যখন দুধ দাঁত এবং স্থায়ী দাঁত দুটোই থাকে তখন চোয়ালে অসামঞ্জস্য দূর করার জন্য ট্রেনার ব্যবহার করা হয়

অর্থোগন্যাথিক সার্জারি : অনেকের উপরের চোয়াল বা ম্যাক্সিলারি স্বাভাবিকের চেয়ে বড় থাকে যাকে ম্যাক্সিলারি প্রগনাথিজম বলা হয়আবার অনেকের নিচের চোয়াল বা ম্যান্ডিবল বড় থাকে যাকে ম্যান্ডিবুলার প্রগনাথিজম বলা হয়উপরের চোয়াল এবং নিচের চোয়াল বড় থাকলে ব্রেস সিস্টেমে চিকিসা শুরু করার পূর্বে অপারেশন করে চোয়াল স্বাভাবিক করে নেয়া হয়এ সার্জারিকে অর্থোগন্যাথিক সার্জারি বলা হয়

পরিশেষে একটা কথা বলা প্রয়োজন ব্রেস সিস্টেম মুখের সৌন্দর্য পুনরুদ্ধারে এবং রক্ষায় আশীর্বাদস্বরূপতাই সর্বসাধারণকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং সঠিক চিকিসা গ্রহণ করতে হবে

 

ওরাল এ্যান্ড ডেন্টাল সার্জন

×