ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত্যু নেই, ১৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৮:৩০, ১৮ জানুয়ারি ২০২৩

মৃত্যু নেই, ১৩ জনের করোনা শনাক্ত

একদিনে আক্রান্ত ১৩।

সারা দেশে গত একদিনে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করেনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৩৯৯ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে করও মৃত্যু হয়নি। যার ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জনেই রয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দুই হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৪৫৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করেনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৩৯৯ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ১৬৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×