ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

কাল থেকে স্বর্ণের নতুন দাম, দেড় হাজার টাকা কমলো ভরিতে

প্রকাশিত: ২৩:০১, ৭ জুলাই ২০২৫

কাল থেকে স্বর্ণের নতুন দাম, দেড় হাজার টাকা কমলো ভরিতে

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমছে দেড় হাজার টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। নতুন এই দর আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৭ জুলাই) রাতে সোনার দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত জানায়। সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম কমায় জুয়েলার্স সমিতির সোনার দাম নির্ধারণ ও তদারকি কমিটি এই দাম পুনর্নির্ধারণ করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামই বলবৎ থাকবে।

এর আগে সর্বশেষ ২ জুলাই সোনার দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তাতে ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছিল ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। চলতি বছরের ২৩ এপ্রিল সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

জুয়েলার্স সমিতির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। ২১ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৬২ হাজার ৭৪৯ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা।

আজ সোমবার রাত পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায়।

সেই হিসেবে কাল থেকে ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫৭৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৯৬ টাকা কমছে।

তবে সোনার দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৭ টাকা রয়েছে।

মিমিয়া

×