ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নজরুল পুরস্কার পাচ্ছেন চার গুণী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ৫ মে ২০২৫; আপডেট: ২১:৩০, ৫ মে ২০২৫

নজরুল পুরস্কার পাচ্ছেন চার গুণী

নজরুলসংগীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের চার গুণী পাচ্ছেন ‘নজরুল পুরস্কার’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন, এবার দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হচ্ছে। পুরস্কার পাচ্ছেন ইরশাদ আহমেদ শাহীন, রুমী আজনবী, আবদুল হাই শিকদার ও নাসিম আহমেদ।
আগামী ২৫ মে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তরা রৌপ্য পদক, দুই লাখ টাকা ও সম্মাননা স্মারক পাবেন। ২০২৩ সালের জন্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন ও রুমী আজনবী। ২০২৪ সালের পুরস্কার পাচ্ছেন আবদুল হাই শিকদার ও নাসিম আহমেদ। ইরশাদ আহমেদ শাহীন এবং আবদুল হাই শিকদারকে নজরুল গবেষণায় অবদানের জন্য এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। অন্যদিকে রুমী আজনবীকে এই পুরস্কার দেওয়া হচ্ছে নজরুলসংগীতে অবদানের জন্য। তিনি সংগীতশিল্পী ও প্রশিক্ষক। নাসিম আহমেদ পুরস্কার পাচ্ছেন নজরুলের কবিতা আবৃত্তিতে অবদানের জন্য। তিনি আবৃত্তিকার ও প্রশিক্ষক হিসেবে পরিচিত।
লতিফুল ইসলাম শিবলী বলেন, এবার জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হবে কুমিল্লার দৌলতপুরে। সেখানেই এ পুরস্কার দেওয়া হবে। শিবলী বলেন, যারা পুরস্কৃত হচ্ছেন তারা সবাই সারা জীবনব্যাপী নজরুল চর্চায় অনন্যসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। নজরুল ইনস্টিটিউট তাদের কর্মের মূল্যায়ন করে আগামী প্রজন্মের জন্য নজরুল চেতনার দ্বারকে আরও প্রসারিত করল।

প্যানেল

×