ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংখ্যা নয় মানই লক্ষ্য

এনআই বুলবুল

প্রকাশিত: ২১:৩৮, ১০ আগস্ট ২০২২

সংখ্যা নয় মানই লক্ষ্য

নাজমুন মুনিরা ন্যান্সি

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে লেখালেখি করেনসেগুলো নিয়ে আলোচনা-সমালোচনাও হয়এটিকে কিভাবে নিচ্ছেন?

ফেসবুকে লিখি এক ভাবনা থেকেলেখার পর সবাই এটিকে অন্যভাবে নেয়শুরু হয়ে যায় সমালোচনাতাই আর না লেখার সিদ্ধান্ত নিয়েছিআমি ফেসবুকে যাই লিখবো সেটাকে আমার হাজব্যান্ড বা সংসার ভাঙ্গার মধ্যে নিয়ে আসবে কেউ কেউসেই কুমিরের রচনার মতো হয়েছে আমার বিষয়টিঅথচ আমি অনেক সময় আমার দেখা চারপাশের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করিআমি যা লিখি তা শুধু আমার সঙ্গে নয়, আমাদের চারপাশে অহরহ ঘটে থাকেএটি কি তাদের বোঝার মতো জ্ঞান নেই জানি না

তার মানে সমালোচনা আপনার পিছনে লেগেই থাকে?

ষোলো কোটি মানুষের ভেতর আমাদের তারকা কতজন? তারকাদের নিয়ে এমন আলোচনা-সমালোচনা থাকবেইতবে পৃথিবী আমাদের অনেক এগিয়ে গেছেমায়ের পুনরায় বিয়ে দিবোর জন্য সন্তান পাত্র খোঁজেসন্তানরা মায়ের পুনরায় বিয়ে মেনে নিচ্ছেযেটা আমরা ভাবতেই পারতাম নাআমরা এখন সাঞ্জুর মতো সিনেমাও দেখতে পাইআমাদের এভাবেই আগামী দিনগুলো পার করতে হবে

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিষয়টি নিয়ে জানতে চাই? দুজনের মধ্যে এখন আসলে সম্পর্কটা কেমন?

এটি নিয়ে নতুন কিছু বলার নেইআমি ব্যক্তিগত বিষয়কে কখনো পেশার সঙ্গে এক করে ফেলিনাআমার বর্তমান স্বামীও সব সময় বলে থাকেন পেশা আর ব্যক্তি জীবনকে এক না করতেআমার বিয়ের সময়ও আসিফ ভাইকে দাওয়াত করেছিতিনি তখন আসেননিএবার আমার মেয়ের অনুষ্ঠানে এসেছেন

এরসঙ্গে পুরনো বিষয়ের কোন সম্পর্ক নেই বলে মনে করিআগের বিষয়গুলোতে যদি আমার আপত্তি না থাকতো তাহলে সেটি এতদূর আসতো নামামলা পর্যন্ত সেই বিষয়গুলো যেত নাউনার সঙ্গেও গান করার প্রশ্ন ওঠে নাযার সঙ্গে একবার এমনটা হয়েছে তার সঙ্গে কিছু করতে চাই নাআরও অনেক আছেন, যদি নতুন কিছু করতে হয় তাদের কাউকে নিয়ে করব

সঙ্গীতাঙ্গনের খবর কি রাখছেন?

আমার স্বামী যেহেতু একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তাই গানের বাজার সম্পর্কে আগের থেকে বেশি খবর পাইসত্যি বলতে গানের জন্য আলাদা কিছু হচ্ছে নাপ্রযোজনা প্রতিষ্ঠানগুলো নাটক নিয়েই ব্যস্তএরমধ্যে হয়তো কিছু গান হচ্ছেযেটি বলার মতো নয়ক্যারিয়ারের এ সময়ে এসে তাই প্রযোজনা প্রতিষ্ঠানের দুয়ারে ঘুরার ইচ্ছে নেই

তাহলে শিল্পীদের এখন করণীয় কি?

সারা বিশ্বের বড় বড় শিল্পীরা নিজেরাই ইউটিউব চ্যানেল খুলেছেনআমাদেরকেও সেই পথে হাঁটতে হবেআমি এরমধ্যে আমার চ্যানেল থেকে একটি রবীন্দ্রসঙ্গীত প্রকাশ করেছিআগেই বলেছি, এ সময়ে এসে প্রযোজনা প্রতিষ্ঠানকে নাম মাত্রে গান দিতে চাই নাতার চেয়ে নিজের চ্যানেলে গান প্রকাশ করাই উত্তমএখন আমার গানের সংখ্যা বাড়ানোর বয়স নাসেই বয়স পার করে এসেছিতাই নিজের চ্যানেলে প্রয়োজনে বছরে একটি গান প্রকাশ করবতবে সেটি নিজের মনের মতো করেই প্রকাশ হবে

সম্প্রতি একটি রবীন্দ্র সংগীত করলেনবিশেষ কোনো কারণ আছে?

অল্প সময়ের মধ্যে এ গানটির কাজ শেষ করেছিতোমায় গান শোনাবোশিরোনামের গানটির সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেলএটি রবীন্দ্র প্রয়াণ উপলক্ষে করেছিতবে মজার বিষয় হলো এটি পুরোপুরী আমার অর্থয়ানে করা হয়েছেকারণ আমাদের এমন গানের জন্য পৃষ্টপোষ্টকতা খুব বেশি হয়নাআর আমিও এমন একটি গান নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে যেতে ইচ্ছুক নইতাই নিজের চ্যানেলেই গানটি প্রকাশ করেছিএখন পর্যন্ত যারা শুনেছেন তারা গানটির জন্য প্রশংসা করেছেনকাউকে না বললে বোঝার উপায় নেই এটি অল্প সময়ের মধ্যে করা একটি গান

আপনার মেয়ে রোদেলাও গান করছেতাকে কি গানের পেশায় দেখতে চান?

নাআমি চাই সে পড়ালেখা শেষ করে ভাল কোন একটা চাকরি করুকতবে সে ভাল গান করে এটি সত্যিশুধু গানই নয়, সে ভাল নাচে, ভাল আর্টও করেএছাড়া একেবারে ঘরের লক্ষ্মী মেয়েআমার কখন কি প্রয়োজন সে সহজে বুঝতে পারেনায়লাও ভারি মিষ্টি মেয়েছোটটা  তেমন হবে জানি নাতবে আমার বিশ্বাসও সেও দুই বোনের মতোই হবে

×