ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১

শাকিবের ’তুফান’ কে টেক্কা দিতে আসছে হিরো আলমের’ তুফান’

আশিক উল বারাত

প্রকাশিত: ১৬:০৩, ২৪ মে ২০২৪; আপডেট: ১৭:২০, ২৪ মে ২০২৪

শাকিবের ’তুফান’ কে টেক্কা দিতে আসছে হিরো আলমের’ তুফান’

শাকিব খান ও হিরো আলম

বর্তমান সময়ে অনেকটাই আলোচনার বাইরে আছেন হিরো আলম। তবে সোস্যাল মিডিয়ার যুগে বাংলাদেশের অতি পরিচিত এই মুখ হারিয়ে যাননি। জানা গেছে, এই কুরবানী ঈদে আসছে হিরো আলমের নতুন গান ও ওয়েব সিরিজ। 

২৪ মে শুক্রবার জনকণ্ঠ অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। জানা গেছে, তাঁর এই ওয়েব সিরিজের নাম হবে “তুফান দা লিজেন্ড”। ওয়েব সিরিজটি কোন প্লার্টফর্মে আসবে এবং এই ওয়েব সিরিজে হিরো আলমের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। 

এদিকে ঈদের অন্যতম আকর্ষণ শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ছবি। যার নামও তুফান। তাই বলাই যায় শাকিব খানকে এবার টক্কর দেবে হিরো আলম। 

হিরো আলম অভিনীত প্রথম সিনেমা ‘মার ছক্কা’। এরপর সাহসী হিরো আলম, আমি টোকাইসহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। এ ছাড়া, তিনি রাজনীতিতেও সক্রিয়। বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনেও প্রার্থী হওয়ার কথা এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরের।

এবি

×