ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সালমানের জন্যই বয়সে ছোট ছেলেকেই বিয়ে করেছেন সোনাক্ষী

প্রকাশিত: ১৪:৫৯, ১ নভেম্বর ২০২৪

সালমানের জন্যই  বয়সে ছোট  ছেলেকেই বিয়ে করেছেন সোনাক্ষী

দাবাং খ্যাত নায়িকা  কখনো বুঝতেও দেন নি, তিনি আসলে কার সাথে প্রেম করছেন,  তাদের প্রেমের গল্প বলিউড সুপারস্টার সালমান খান আয়োজিত একটি পার্টিতে শুরু হয়েছিল, যিনি জহির ইকবালের পারস্পরিক বন্ধু এবং পরামর্শদাতা এই বছরের জুন মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা এবং অভিনেতা জ়াহির ইকবাল। বাড়িতে নিকটাত্মীয় আর বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন দু’জনে। দীর্ঘ দিনের আলাপ দু’জনের। কিন্তু কে প্রথম কাছে এসেছিলেন, সেই বিষয়টি কোনও দিনও খোলসা করেননি যুগলের কেউই। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে খোলাখুলি কথা বললেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, তিনিই প্রথম প্রেমপ্রস্তাব দিয়েছিলেন জ়াহিরকে। সোনাক্ষীর কথায়, ‘‘আমি প্রথম জ়াহিরকে বলি যে, আমি ওকে ভালবাসি। শুধু তা-ই নয়, জ়াহিরকে বলেছিলাম, আমি ওকেই বিয়ে করব, ওর পছন্দ হোক বা না হোক।’’জহিরের জন্ম  মুম্বাইয়ে। বর্তমানে তার বয়স ৩৫ বছর। তিনি সোনাক্ষীর থেকে দেড় বছরের ছোট।

জাফরান

×