ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেরা আবৃত্তিকারে পুরস্কৃত তৃণা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ১৯ মার্চ ২০২৩

সেরা আবৃত্তিকারে পুরস্কৃত তৃণা

.

ফারহানা তৃৃণা, একাধারে একজন আবৃত্তিশিল্পী, উপস্থাপিকা এবং সংবাদ পাঠিকা। আবৃত্তি করতে যেমন ভালবাসেন তিনি, ঠিক তেমনি উপস্থাপনা করতে সংবাদ পাঠ করতেও দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করেন তৃণা। তার ভালোবাসার এই চৌহদ্দিতেই কাজ করা নিয়ে আনন্দে মেতে থাকেন তিনি, আরও সাফল্যের জন্য পরিকল্পনা নিয়ে এগিয়ে যান তিনি। তার কর্মক্ষেত্রে তিনি তার বিনয় আর আন্তরিক ব্যবহারের জন্য বেশ প্রিয় সকলের। এরইমধ্যে তৃণা গেল শনিবার সাঁকো বর্ষসেরা পুরস্কারে ভূূষিত হয়েছেন সেরা আবৃত্তিকার হিসেবে। তৃণা বলেন, আবৃত্তি বিভাগে, বর্ষসেরা আবৃত্তি শিল্পী হিসেবে এই প্রাপ্তি নিঃসন্দেহে অনুপ্রেরণার, অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সাঁকো পরিবারে যুক্ত সকলের প্রতি।

প্রাপ্তির ঝুলিতে এমন দৃষ্টিনন্দন একটি ক্রেস্ট যুক্ত হওয়ায় ভীষণ রকম ভালো লাগা কাজ করছে। যারা সম্মাননা দিয়েছেন তাদের এই অগ্রযাত্রা সুদূরপ্রসারী আলোকোজ্জ্বল হোক। ফারহানা তৃণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করা। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। তৃণা বাংলাদেশ বেতার বিটিভির তালিকাভুক্ত শিল্পী। দীর্ঘ সাত বছর ধরে তিনি বাংলাভিশনে বাংলায় এবং নিয়মিত বিটিভি-বেতারে ইংরেজি সংবাদ পাঠ করেন। তিনি নাচ এবং গানেও পারদর্শী। কণ্ঠশীলনের সঙ্গে সম্পৃক্ত থেকে আবৃত্তিতে তার চর্চা শুরু। পরবর্তীতে কিছুদিন স্বরচিত্রর সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। বিশেষত সংবাদ পাঠ ভীষণ সম্মানের বিধায় তার পরিবার তাকে বিশেষভাবে সহযোগিতা করে।

×