
কবি ও গীতিাকার জামাল হোসেন।
একই গীতিকারের ৭টি গান দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান গীতিনকশা ‘বিজয়ের মন্ত্র’।
কবি ও গীতিাকার জামাল হোসেনের কথায় এ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম, মনিরা মুক্তি অনুপমা, জানিতা আহমেদ ঝিলিক, মো: আতিকুর রহমান আতিক, কে, এম আব্দুল্লাহ আল মর্তুজা মুহিন।
৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬’তে সকাল ১০টা ৩০ মিনিটে এটি প্রচার হবে বলে বেতার থেকে জানানো হয়।
এ প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ। যুদ্ধের এ মাসে আমার গান দিয়ে এমন একটি আয়োজন আমাকে আরও অনুপ্রানিত করে। আমার গানের কথায় শ্রোতারা মুক্তিযুদ্ধকে খুঁজে পাবে। প্রতিটি গানই বেতারের শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।
এমএম