
উরফি জাভেদ
পোষাক নিয়ে আলোচনায় আসা উরফি জাভেদের জন্য নতুন কিছু নয়। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। এবার পলিথিনের স্কার্ট পরা ওই ছবি নিজের ইনস্টাগ্রামেও প্রকাশ করেছেন উরফি। সেখানে দেখা গেছে বুক খোলা এক সাঁতারের পোশাক পরে আছেন তিনি। তার নিচে দেখা যাচ্ছে নীল পলিথিনের একটি স্বচ্ছ স্কার্ট।
তবে সামাজিক মাধ্যমে ঠিকই ট্রলের শিকার হতে হয়েছে অদ্ভুত এ পোশাকে নিজেকে মেলে ধরে। কেউ লিখেছেন, ‘আমার বাড়ির প্লাস্টিকের ব্যাগটা কোথায় গেল তাই ভাবি!’ অন্য একজন লিখেছেন, ‘যদি ঝাঁটা পেটার প্রতিক্রিয়া দেখানো যেত ইনস্টায়!’
এই পোশাকেই রাস্তায় বেরিয়েছিলেন তিনি। ছবিও তুলেছেন। এ সময় পাপারাজ্জিরা ঘিরে ধরলে তিনি বলেন, ‘কী পরেছি, কী সেজেছি তা নিয়ে আমার কিছু বলার নেই। তোমরা সবাই দেখে নাও নিজেরা। তারপর বলো, কেমন লাগছে?’ এ সময় উপস্থিত সবাই সমস্বরে বলেন, ‘দারুণ, দারুণ।’
এমএস