
কলকাতায় অবৈধভাবে বসবাসের অভিযোগে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে যাদবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শান্তা কাবের ব্যবসা করার সময় ধরা পড়েছেন, এবং তার কাছ থেকে ভারতীয় ভোটার আইডি এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তবে শান্তার ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি তা নবায়ন করেননি।
পুলিশের তথ্যমতে, ২০২৩ সালে শান্তা যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এছাড়াও, কলকাতার বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন নাম পরিচয়ে থাকতেন। ২০২০ সালে বর্ধমানের একটি ঠিকানা থেকে শান্তা ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেন, এবং বিক্রমগড় এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় শান্তার নামে ইলেকট্রিক বিলও আসে প্রতি মাসে।
বাংলাদেশের 'মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ' খেতাব জয়ী শান্তা পাল মডেলিং ও অভিনয়ের পাশাপাশি বিমান সেবিকার কাজও করেছেন। ২০২০ সালে তিনি টালিউড পরিচালক রাজীব কুমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, যিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী।
পুলিশ জানায়, শান্তা পালকে হেফাজতে নিয়ে জেরা করা হয়েছে, এবং পরবর্তীতে পার্কস্ট্রিট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিক্রমগড়ের ফ্ল্যাটে তল্লাশি চালায়, যেখানে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।
এদিকে, শান্তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, এবং তার ফ্ল্যাটে পাওয়া আধার ও রেশন কার্ড বৈধ কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বুধবার আদালতে তোলা হলে তাকে ৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজু