ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

অভিনয় ছেড়ে দেবেন তানিয়া

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ৩১ জুলাই ২০২৫

অভিনয় ছেড়ে দেবেন তানিয়া

তানিয়া বৃষ্টি

বর্তমান নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মাসের পুরো সময়ই নাটকের শূটিং নিয়ে ব্যস্ত থাকেন। বড় পর্দায় কাজ করলেও বর্তমান সময়ের নাটকের নিয়মিত মুখ তিনি। পর্দায় হাজির হন ভিন্ন ভিন্ন চরিত্রে। প্রতিটি চরিত্রের জন্যই নিজেকে ভেঙে নতুন করে গড়ার একটি চেষ্টা প্রতিনিয়ত করছেন এ অভিনেত্রী। এত জনপ্রিয়তার মাঝেও অভিনয় থেকে অবসর নিতে চান এই অভিনেত্রী।

কিন্তু কেন তিনি পর্দা থেকে বিদায় নিতে চান? এমন প্রশ্ন ঘুরে ফিরে সবার মুখে। কারণ হিসেবে মুখ খুললেন এই অভিনেত্রী। বললেন, আবার বিয়ে করে সংসারে মনযোগ দিতে চান। শুধু তাই নয়, বিয়ের পর দেশের বাইরে স্থায়ী হয়ে বসবাসও করতে চান তিনি।
সম্প্র্র্রতি একটি নাটকের শূটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। এই অভিনেত্রী বলেন, বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। তিনি বলেন, আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।

প্যানেল হু

×