
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি তার অভিনয়গুণে দর্শকদের মন জয় করে চলেছেন বহুদিন ধরেই। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে সক্রিয় উপস্থিতি দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন প্রতিশ্রুতিশীল শিল্পীদের কাতারে। তবে এবার এক ভিন্ন সিদ্ধান্তে অবাক করলেন এই তারকা। জানালেন, বিয়ের পর আর অভিনয়ে দেখা যাবে না তাকে।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানিয়া জানান, ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবন একসঙ্গে সামলানো খুব একটা সহজ নয়। তার ভাষায়, “আমি মনে করি সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে দেব। পরিবারকে সময় দিতেই বেশি আগ্রহী থাকব।”
তানিয়া জানান, আপাতত আরও পাঁচ বছর অভিনয়ে সক্রিয় থাকতে চান। এরপর বিয়ে করে পুরোপুরি পরিবারকে সময় দিতে চান তিনি। পাশাপাশি তার ইচ্ছা রয়েছে বিদেশে স্থায়ী হওয়ারও।
তবে বিয়ের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা জানাননি এই অভিনেত্রী। তিনি বলেন, “ভালো একজন সঙ্গী পেলে এবং মানসিকভাবে প্রস্তুত থাকলে তবেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখব।”
উল্লেখ্য, ২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি—এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।
পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি সহশিল্পী আরশ খানের সঙ্গে গোপনে প্রেমের গুঞ্জন উঠলেও তা সরাসরি অস্বীকার করেন তানিয়া। তিনি জানান, এসব গুজবে কোনো সত্যতা নেই।
তানিয়া বৃষ্টি ‘প্রেম প্রেম খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’সহ একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া বিজ্ঞাপনচিত্রেও তার উপস্থিতি তাকে একজন বৈচিত্র্যময় শিল্পী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
বিয়ে-পরবর্তী অভিনয় ছাড়ার সিদ্ধান্ত তার ভক্তদের জন্য হয়তো হতাশার খবর হতে পারে। তবে তানিয়ার নিজের কাছে এটি এক গুরুত্বপূর্ণ জীবনবদলের গল্প, যেখানে তিনি বেছে নিচ্ছেন পরিবারকেই অগ্রাধিকার।
আফরোজা