
তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফা’
দেশের দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। তারই ধারাবাহিকতায় আরটিভিতে আজ শুক্রবার থেকে প্রচার শুরু হবে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফা’।
গল্পে দেখা যাবে, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়। তিনি এক বছরের জন্য বন্দি থাকেন এবং এ কারণে তিনি তার ছেলের হেফাজত হারান এবং মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
এদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামে এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে মোস্তফার অজানা থাকে যে, যার সঙ্গে সে প্রেম করেছে, সে গডফাদার বাহরির মেয়ে। এভাবে এগিয়ে যাবে কাহিনী।
২৫০ পর্বের ‘মোস্তফা’ ধারাবাহিকটি আজ শুক্রবার থেকে সপ্তাহে ৭ দিন রাত ৯টায় দেখা যাবে আরটিভির পর্দায়।
প্যানেল হু