ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিয়ের ইঙ্গিত দিয়েই প্রাক্তন প্রেমিকার জন্মদিনে সালমান খান, তবে কি সুখবর আসছে?

প্রকাশিত: ১১:৩০, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১১:৩১, ১০ জুলাই ২০২৫

বিয়ের ইঙ্গিত দিয়েই প্রাক্তন প্রেমিকার জন্মদিনে সালমান খান, তবে কি সুখবর আসছে?

ছ‌বি: সংগৃহীত

বলিউডের চিরকুমার খ্যাত অভিনেতা সালমান খান কি তবে বিয়ের পথে হাঁটছেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। সম্প্রতি নিজের ভগ্নিপতির জন্মদিনে তিনি জানিয়েছিলেন, এক দিন তিনিও হবেন ‘সেরা স্বামী’ ও ‘সেরা বাবা’। তাঁর এই মন্তব্যে খুশি হয়েছিলেন ভক্তরা। এবার সেই জল্পনাকে আরও উস্কে দিলেন ভাইজান নিজেই।

বুধবার রাতে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন সালমান। এক সময় সঙ্গীতার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এমনকি তাঁদের বিয়ের দিন-তারিখও ঠিক হয়ে গিয়েছিল বলে জানা যায়। তৈরি হয়ে গিয়েছিল বিয়ের কার্ডও। কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে আর হয়নি। ‘কফি উইথ করণ’-এ এসে সালমান নিজেও স্বীকার করেছিলেন, সঙ্গীতার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল, তবে তিনিই পিছিয়ে আসেন।

তবুও, সম্পর্ক ভেঙে গেলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা। আর তাই প্রাক্তন প্রেমিকার জন্মদিনেও উপস্থিত ছিলেন সালমান খান। জন্মদিনের আসরে তিনি ছিলেন বেশ স্বচ্ছন্দে, কারও সঙ্গে বিশেষ ভাবেই কথা বলেন। এমন সময় এক খুদের সঙ্গে দেখা হয় সালমানের। শিশুটি সালমানকে দেখেই চিনে ফেলে এবং হাসতে থাকে আনন্দে। সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই ভিডিও দেখে সালমান-ভক্তরা আরও একবার আশায় বুক বাঁধছেন— ভাইজান কি তবে এবার সত্যিই বিয়ে করতে চলেছেন? সকলের একটাই আশা, এই তারকা এবার নিজের সংসার শুরু করুন, হয়ে উঠুন একজন ভালো স্বামী ও আদর্শ বাবা।

তবে এখনো এ বিষয়ে সালমানের তরফে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি। তবুও, তাঁর সাম্প্রতিক মন্তব্য ও প্রাক্তন প্রেমিকার জন্মদিনে উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। ভক্তরা বলছেন, "এই বার সালমানের বিয়েটা হোক, সময় হয়েছে।"

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এম.কে.

×