
ছবি: সংগৃহীত
বলিউডে প্রশিক্ষণহীন অভিনেতাদের আধিপত্য এবং শিল্পী মহলে বন্ধুত্বের অভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খ্যাতিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "বলিউডে প্রশিক্ষণহীনরা বেশি সুযোগ পাচ্ছে। এখানে অশিক্ষিতরাই বেশি সুযোগ পাচ্ছে।" তিনি আরও বলেন, "এটা একমাত্র আমাদের এখানেই হয়। অন্য সমস্ত ইন্ডাস্ট্রিতে পেশাদার এবং প্রশিক্ষিত অভিনেতাদের প্রয়োজন হয়। না হলে তাদের ঢুকতেই দেওয়া হয় না।"
নওয়াজুদ্দিন সিদ্দিকী তাঁর ক্যারিয়ারের শুরুতে থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছেন এবং বলিউডে আসার আগে তিনি রণবীর সিংহের মতো নবাগতদের প্রশিক্ষণও দিয়েছেন। তিনি বলেন, "আমি রণবীর সিংহকে 'ব্যান্ড বাজা বারাত' ছবির জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম। তাঁর মধ্যে নিজস্ব প্রতিভা ছিল, আমি তাঁকে সেই প্রতিভা কাজে লাগানোর কিছু উপায় দেখিয়েছি।"
অভিনেতা আরও বলেন, "বলিউডে বন্ধুত্বের অভাব রয়েছে। এখানে অধিকাংশ সম্পর্কই ভুয়া। আজ যিনি পাশে রয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাবেন, অন্য কেউ আসবেন। এটা একেবারেই প্রয়োজন এবং স্বার্থের সম্পর্ক।"
নওয়াজুদ্দিন সিদ্দিকী তাঁর অভিজ্ঞতা থেকে বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, যা শিল্পী মহলে প্রশিক্ষণ এবং বন্ধুত্বের গুরুত্ব পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে।
এসইউ