ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

অন্যের জন্য কবর খুড়তে গেলে নিজেই সেই কবরে পরতে হয়: বারিশা

প্রকাশিত: ০০:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

অন্যের জন্য কবর খুড়তে গেলে নিজেই সেই কবরে পরতে হয়: বারিশা

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ, অভিনেত্রী ও মডেল বারিশা হক। অভিনয় ছাড়াও তিনি মডেলিং, উপস্থাপনা এবং বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ে জড়িত। তবে নানা কারণে বারিশা হক বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনায় উঠে এসেছেন।

সম্প্রতি, তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি বলেন, “অন্যের জন্য কবর খুঁড়তে গেলে নিজেই সেই কবরে পড়তে হয়।”

তিনি তার পোস্টে আরো কিছু অভিযোগ তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, এক আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার, বিদেশ ভ্রমণের নাম দিয়ে একাধিক মডেলের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে, এক নারী উদ্যোক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রেস্টুরেন্টের ফেইক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন। আরেকজন, প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস অনলাইন পেইজ মালিকদের ঘুরিয়ে ঘুরিয়ে রাখছেন।

বারিশা হক বলেন, “আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সত্যের জয় হবে-ই।”

নুসরাত

×