
ঢাকার আলিয়ঁস ফ্রসেজের লা গ্যালারি
ঢাকার আলিয়ঁস ফ্রসেজের লা গ্যালারিতে চলছে শিল্পী কামরুজ্জামানের একক ছাপচিত্র প্রদর্শনী ‘মানবজীবন ও গ্রহের রূপক প্রকাশ’। প্রদর্শনীতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার করা ৪৮টি ছাপচিত্র প্রদর্শিত হচ্ছে। কামরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগে সহকারী অধ্যাপক। তিনি লিথোগ্রাফি অনুশীলনের জন্য বিগত ২৪ বছর উৎসর্গ করেছেন।
অবচেতন মনের মধ্যে খেলা করা চিত্রগুলোকে চিত্রিত করেছেন এবং তার লিথোগ্রাফগুলো অবচেতন মনের অন্বেষণের মাধ্যমে কল্পনা প্রবণ অভিব্যক্তিকে ফোকাস করে। তিনি শহুরে জীবনের রূপ বাস্তবতা, বৈশ্বিক উষ্ণতা এবং মানব সভ্যতার সামগ্রিকতা জলাবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়েও উদ্বিগ্ন। পৃথিবী ও গ্রহের রূপক প্রকাশের মাধ্যমে তিনি বিভিন্ন উপাদানের সঙ্গে সামঞ্জস্য করার চেষ্টা করেন যা গ্রহের প্রতিনিধিত্ব ও সংযোগ সার্থকতায় তার শিল্পকর্মে এবং তার চিন্তা ধারায় বিভিন্ন অভিব্যক্তি উপস্থিতির পরিচয় পাওয়া যায়।
সমসাময়িক বিশ্ব আমাদের উপলব্ধির ওপর গভীর প্রভাব থেকে আমাদের সমাজ বাস্তবতাকে পরীক্ষা করতে এবং শৈল্পিক মাধ্যমের বাস্তবতা ও ব্যক্তিগত প্রত্যয়গুলো বুঝার জন্য প্ররোচিত করে। প্রদর্শনীটি চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ।