
ছবিঃ সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরব চিত্রনায়িকা পরীমণি। ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নানা মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা। সম্প্রতি সংগীতশিল্পী শেখ সাদীসহ আরও কয়েকজনের সঙ্গে তোলা সেলফি শেয়ার করেছেন তিনি।
ছবিতে দেখা যায়, পরীমণি ও শেখ সাদী খোশ মেজাজে সেলফি তুলছেন। তাদের সঙ্গে ছিল একটি কুকুরও। পোস্টে পরীমণি লিখেছেন, ‘আমরা কি সুন্দর তাই না? আমাদের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।’
পোস্টটি দ্রুত ভাইরাল হলে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাতে ভিড় করেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা। অসম্ভবকে সম্ভব করাই পরীমণির কাজ, শুভকামনা।’ আরেকজন বলেন, ‘আপনাদের ভিডিওগুলো সব সময় অনেক সুন্দর হয়।’
পরীমণির নতুন বছরের পোস্ট তার অনুরাগীদের আনন্দে ভরিয়ে দিয়েছে।
জাফরান