ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী জয়

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ১০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:১৩, ১০ ডিসেম্বর ২০২৪

স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী জয়

.

স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ প্রজন্মের গায়ক জোবায়েদ জাহাঙ্গীর জয়। ধ্রুব মিউজিক স্টেশন থেকে তার প্রথম মৌলিক গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম ‘ফিরবো না’। গানের কথা ও সুর জয়ের নিজের। বেশ কিছুদিন আগে ধ্রুব মিউজিক স্টেশনের উদ্যোগে ‘আমার গান’ নামক একটি সংগীত বিষয়ক প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই প্রতিযোগিতায় দশ হাজার জনের মধ্যে সেরা একশতে এবং পরবর্তীতে সেরা ত্রিশে স্থান করে নেন জয়।

জয় বলেন, দেশের প্রতিথযশা শিল্পীদের গাওয়া গান গাইতে ভালো লাগে। গানকেই নিজের মধ্যে ধারণ করে বাঁচতে চাই। কৃতজ্ঞতা ধ্রুব মিউজিক স্টেশনের প্রতি। কারণ আমার গান-রিয়েলিটি শোর মধ্যদিয়ে আমার নিজের প্রথম মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। জয় জানান, শীঘ্রই তার প্রথম মৌলিক গান ‘ফিরবো না’ প্রকাশ পেতে যাচ্ছে।

জোবায়ের আহমেদ

×