আল্লু অর্জুন।
বহু প্রতীক্ষার পর মুক্তি পেল আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার আভাস আগেই পেয়েছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার ভক্তরা।
যেই কথা সেই কাজ, মুক্তির পর ৩ দিনের মাথায় সেদিকেই যাচ্ছে সিনেমাটির আয়। মুক্তির পর সবচেয়ে দ্রুততম সময়ে আয়ের দিক থেকে ৫০০ কোটি (বিশ্বব্যাপী) রুপি অতিক্রম করেছে। মাত্র ৩ দিনে সিনেমাটি ৫০০ কোটি রুপির ঘরে ঢুকে গেছে এবং এটি ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড।
‘পুষ্পা টু’ শুধুমাত্র মুক্তির দিনই অর্থাৎ ৫ ডিসেম্বর আয় করে ১৬৫.৫ কোটি রুপি। মুক্তির প্রথমদিনেই এত টাকা আয় যা কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বকালের সবচেয়ে বেশি আয়করা সিনেমা হিসেবে রেকর্ড গড়ল।
পরের দিন অবশ্য সিনেমাটির আয় কিছুটা কমেছিল। দ্বিতীয় দিন অর্থাৎ ৬ ডিসেম্বর আয় করেছিলো ৯৩.৮ কোটি রুপি। তবে উল্লেখযোগ্যভাবে পরের দিন আবার আয় বেড়েছে।
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে — ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা তিন দিনে শুধু ভারতে আয় করেছে ৪৬৩.৯ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৩৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৯৮.৯ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৪৪ কোটি ৮৬ লাখ টাকার বেশি)।
রিয়াদ