ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বিক্রান্ত মেসি অবসর নয়, ফের পর্দায়! বিরতি ঘোষণা নিয়ে এলেন নতুন চমক!

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১৩:৩৫, ৮ ডিসেম্বর ২০২৪

বিক্রান্ত মেসি অবসর নয়, ফের পর্দায়! বিরতি ঘোষণা নিয়ে এলেন নতুন চমক!

বিক্রান্ত ম্যাসি

বিক্রান্ত ম্যাসি, বলিউডের জনপ্রিয় অভিনেতা, সম্প্রতি অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের পর আর পর্দায় দেখা যাবে না। তবে পরবর্তীতে তিনি স্পষ্ট করেন যে, এটি একটি দীর্ঘ বিরতি, অবসরের ঘোষণা নয়। তিনি বলেন, "না, না অভিনয় থেকে অবসর নিচ্ছি না। আসলে, আমি খুব ক্লান্ত, বিধ্বস্ত... ছুটির খুব প্রয়োজন..." 

বিক্রান্ত ম্যাসি তার অভিনয় জীবনে 'টুয়েলভথ ফেল',রিপোর্ট'সহ একাধিক প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। তবে বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, যা তার এই বিরতির কারণ।

অভিনয় থেকে অবসরের ঘোষণা নিয়ে ধোঁয়াশা দূর করতে বিক্রান্ত ম্যাসি বলেন, "অভিনয় থেকে অবসরের ওই ঘোষণা নিয়ে মুখ খুললেন বিক্রান্ত ম্যাসি। জানালেন, অভিনয় থেকে তার 'অবসর' নিয়ে যা যা রটেছে, তার প্রায় পুরোটাই নাকি ভুল বোঝাবুঝি।" 

সুতরাং, বিক্রান্ত ম্যাসি অভিনয় থেকে অবসর নেননি, বরং একটি দীর্ঘ বিরতি নিচ্ছেন।

জাফরান

×