ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন নায়ক অঙ্কুশ, অতঃপর...

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ১৫ নভেম্বর ২০২৪

অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন নায়ক অঙ্কুশ, অতঃপর...

অঙ্কুশ

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় টালিউড অভিনেতা অঙ্কু হাজরা। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় তাকে। দিনের শুরুতে জিম করা, কখনো কোথাও ঘুরতে যাওয়া কিংবা সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যও শেয়ার করে থাকেন। তবে এবারই ভিন্ন এক অভিজ্ঞতা তুলে ধরলেন এ টালি তারকা।

সম্প্রতি অনলাইন খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম থেকে পিৎজা অর্ডার করেছিলেন অঙ্কুশ। তাতেই বিপাকে পড়তে হয়েছে তাকে। যা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক স্টোরিতে নিজেই জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অর্ডারকৃত খাবার আশানুরূপ হয়নি। অর্ডার করা খাবারের সঙ্গে পাওয়া খাবারের মিল না হওয়ায় আক্ষেপও জানিয়েছেন। অর্ডার করার পর যে পিৎজা পেয়েছেন, তার মাঝের অংশ নেই। এতেই বিরক্ত হয়ে তিনি লিখেছেন, ‘পিৎজা অর্ডার করেছিলাম জোমাটোর (অ্যাপ) মাধ্যমে, আর পেলাম এটা। মাঝ থেকে ভলকানো উধাও।’

সাধারণত পিৎজার মাঝখানে চিজে ভরপুর ভলকানো থাকে। আর অঙ্কুশের পাওয়া পিৎজা থেকে সেই অংশটুকুই গায়েব। একটি বহুল পরিচিত প্রতিষ্ঠানের শাখা থেকে পিৎজাটি অর্ডার করেছিলেন তিনি। এরপরও এমন ঘটনা ঘটবে, যা ভাবতে পারেননি অভিনেতা।

প্রসঙ্গত, টালি তারকা অঙ্কুশকে সবশেষ তার প্রযোজিত ‘মির্জা’ সিনেমায় দেখা গেছে। আর এসকে মুভিজের পরবর্তী প্রজেক্টের কিছু সিনেমায় আগামীতে তাকে দেখা যেতে পারে।

শহিদ

×