ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ছেলেদের কপালে মেয়ে জুটলেই আলহামদুলিল্লাহ

প্রকাশিত: ০১:১৪, ১১ নভেম্বর ২০২৪

ছেলেদের কপালে মেয়ে জুটলেই আলহামদুলিল্লাহ

পৃথিবীতে যত মানুষ, রুচিও ঠিক তত ধরণের। সবার পছন্দ সমান হয় না।কেউ চিকন, কেউবা আবার মোটা। পছন্দের ক্ষেত্রেও তাই। কারো পছন্দ মোটা কেউ ভালোবাসে স্লিম। সে ছেলে হোক বা মেয়ে। পছন্দে  আছে ভিন্নতা।

 

 

 


সাম্প্রতিক এক গবেষণায় বলছে সৌন্দর্য যে স্বামীদের সুখী করতে পারবে, তা নয়। এ ব্যাপারে মোটা মেয়েরাই ভালো।গবেষণার এমন বিষয় দেখে পুরো বিশ্ব অবাক! গবেষণা বলছে, জীবনে সুখী হতে হলে অবশ্যই মোটা মেয়েদের বিয়ে করা উচিত।

এ ব্যাপারে গবেষকরা জানিয়েছেন, মোটা মেয়েদের তুলনায় স্বভাবের দিক দিয়ে রোগা বা স্লিম মেয়েরা অনেকটাই আত্মকেন্দ্রিক হয়।

সম্প্রতি এ নিয়ে একটি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে উপস্থাপিকাকে একজন মেয়েকে প্রশ্ন করেন একটু আগেই কয়েকজন ছেলেকে প্রশ্ন করেছিলাম,মোটা মেয়ে কেমন লাগে।প্রতিউত্তরে আপুটি বলেন,আরে ছেলেদের কপালে মেয়ে জুটলেই আলহামদুলিল্লাহ।কি বলেন আপু।

সম্প্রতি ভিডিওটি সোস্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়।নেটিজেনরা দিচ্ছেন শেয়ার করছেন মন্তব্য।

ফেসবুকে মন্তব্যের ঘরে দেখা যায় বেশিরভাগ মোটা মেয়েরা বিষয়টির সাথে একমত হয়েছে।যদিও স্লিম মেয়েরা বিষয়টিকে অন্যভাবে দেখার চেষ্টা করছে।

ফুয়াদ

×