ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

জন্মদিনেও কর্মব্যস্ত মিম

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ৯ নভেম্বর ২০২৪

জন্মদিনেও কর্মব্যস্ত মিম

বিদ্যা সিনহা মিম

বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বহু সিনেমায় অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আজ রবিবার তার জন্মদিন হলেও এদিনে তিনি বিকেলে একটি কাজে অংশগ্রহণ করবেন। হারল্যানেরই একটি প্রমোশনে অংশগ্রহণ করবেন তিনি। মিম আরও জানান, শনিবার তিনি সেইলরের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি এর ফটোশ্যূটেও অংশগ্রহণ করেছেন। আজ মিমের জন্মদিনে মিমের ভক্তদেরও রয়েছে দিনটিকে বিশেষভাবে উদযাপনের নানান ধরনের পরিকল্পনা।  বিদ্যা সিনহা মিম বলেন, জন্মদিন আসার পূর্ব থেকেই একটা ভালো লাগার অনুভূতি কাজ করা শুরু করে মনের ভেতর। 
আমার প্রিয় কিছু মানুষ আছেন যারা আমার এই দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা মা আর সনি। এছাড়াও আমার ভক্তরা তো রয়েছেই। তো দেখা যায় যে নানান ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত হই, আনন্দিত হই, মুহূর্তগুলো হয়ে উঠে স্মরণীয়। ঈশ^রের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সবসময় আমাকে আগলে রাখে, তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন।

×