হলিউড অভিনেতা টনি টড।
হরর সিনেমা ‘ক্যান্ডিম্যান’ দিয়ে দর্শকের মন জয় করেছিলেন হলিউড অভিনেতা টনি টড। ২৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা আর নেই। তার স্ত্রী ফাতিমা বিষয়টি জানিয়েছেন।
দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তবে কী কারণে টনির মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।
হরর সিনেমা ‘ক্যান্ডিম্যান’ ছবির হাড়হিম করা খুনির চরিত্রে নজর কাড়েন টনি। অনুরাগীদের মনে গেঁথে আছে তার ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়। এর পাশাপাশি ‘স্পাইডার ম্যান টু’ ছবিতে ভেনমের চরিত্রও সাড়া ফেলেছিল। ‘ক্যান্ডিম্যান’ সিনেমায় অভিনয়ের জন্য ‘নিউ ইয়র্ক সিটি হরর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন তিনি।
ইনসমনিয়াক গেমস স্টুডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের বন্ধু টনি টডের মৃত্যুতে শোকস্তব্ধ ইনসমনিয়াক গেমস। মার্ভেলের ‘স্পাইডার ম্যান টু’ প্রযোজনার সময় তিনি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন আমাদের স্টুডিয়োতে।’
প্রসঙ্গত, ২৪০টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনে তিনি কাজ করেছেন। যার মধ্যে ‘প্লাটুন’, ‘নাইট অফ দ্য লিভিং ডেড’-এর ১৯৯০ সংস্করণ, ‘দ্য ক্রো’ উল্লেখযোগ্য। সর্বশেষ তাকে দেখা যাবে ‘ফাইনাল ডেস্টিনেশন-ব্লাডলাইনস’-এ যা মুক্তি পেতে পারে ২০২৫ সালে।
তিনি ১৯৫৪ সালে ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন এ অভিনেতা। তার বেড়ে ওঠা কানেক্টিকাটে, সেখানেই অভিনয়ের প্রতি তার প্রথম প্রেম জন্মায়।
ইসরাত