ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

স্বামীর মন পেতে কী করতেন ঐশ্বরিয়া?

প্রকাশিত: ১৩:৪৯, ৫ নভেম্বর ২০২৪

স্বামীর মন পেতে কী করতেন ঐশ্বরিয়া?

ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের  বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই ঐশ্বরিয়ার এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটি দেখেই নেটিজেনদের অনুমান, স্বামী ও সংসার সামাল দিতে গিয়েই কাজ থেকে সরে যেতে হয়েছে ঐশ্বরিয়াকে। 

শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে একটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকেঅভিষেকও ছিলেন সেই ছবিতে। তবে তার বিপরীতে ছিল না ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া সেই চরিত্রটি। সেই কারণেই রাজি হননি ঐশ্বরিয়া। 

 

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে এসেছিল ছবির প্রস্তাব। বেশ মজার চরিত্র ছিল। জানতাম ভালোই অভিজ্ঞতা হবে। কিন্তু অভিষেকের বিপরীতে আমার চরিত্রটি ছিল না। বিষয়টি অদ্ভুত! তাই না? সেই কারণেই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।’

 

এই সাক্ষাৎকার দেখে নেটিজেনদের মত, ‘কোনো সন্দেহ নেই। অভিষেকের জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন ঐশ্বরিয়া।’ অন্য দিকে, শোনা যায় ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্রেরই প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। ছবিতে মূল নায়ক অর্থাৎ শাহরুখের বিপরীতে ছিল সেই চরিত্র। সহ-অভিনেতা ছিলেন অভিষেক। নেটাগরিকের অনুমান, ‘অভিষেকের সামনে ঐশ্বরিয়া আসলে শাহরুখের নায়িকা হতে চাননি। যদিও ‘ধুম’ ছবিতে অভিষেক থাকা সত্ত্বেও তিনি হৃত্বিকের বিপরীতে ছিলেন। তবে সেই ছবিতে অভিষেকই ছিলেন প্রধান নায়ক। তাই ‘ইগো’তে আঘাত লাগা বা মন কষাকষির তেমন জায়গা ছিল না।’

 

শিহাব উদ্দিন

×