ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

আবারো বিয়ে করলেন সানি লিওন!

প্রকাশিত: ০৫:৩৫, ৫ নভেম্বর ২০২৪

আবারো বিয়ে করলেন সানি লিওন!

সানি লিওন!

আবারো বিয়ে করলেন জনপ্রিয় প্রাক্তন পর্ন তারকা এবং অভিনেত্রী সানি লিওন! মালদ্বীপে উড়ে গিয়ে সমুদ্র সৈকতে সাজানো বিয়ের আসরে সঙ্গীকে সঙ্গে নিয়ে ফের বললেন আই ডু! 

এদিকে, সানির এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের। তা কাকে বিয়ে করলেন সানি?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। নাহ, নতুন কোনো পুরুষ মানুষ সানির জীবনে আসেনি। নতুন কোনো পুরুষকেও সানি বিয়ে করেননি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই ফের বিয়ের বন্ধনে নিজেকে বেঁধে নিলেন সানি।

এম হাসান

×