কাঞ্চন-শ্রীময়ী
বিয়ে হয়েছে মাত্র দশ মাস। তবে, তার আগে দীর্ঘ সময় একে অন্যের সঙ্গে ছিলেন তাঁরা। যদিও সে কথা পাঁচকান হতে দেননি কোনও ভাবে। তবু তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। চার হাত এক হওয়া পর্যন্ত নানা বিতর্কের মুখে পড়তে হয় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে।
গোটা পর্বেই একে অপরের ঢাল হয়ে থেকেছেন তাঁরা। প্রায় দশ মাসের দাম্পত্য জীবনে এ বার আসতে চলেছে নতুন অতিথি! অন্তঃসত্ত্বা কাঞ্চন-পত্নী শ্রীময়ী! এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে সত্যিটা জানালেন মিসেস মল্লিক।
পরিবার পরিকল্পনা নিশ্চয়ই আছে, কিন্তু আসল বিপত্তি ঘটল কালীপুজোর সাজে। শ্রীময়ী বলেন, কালীপুজোর দিন আমি আটপৌরে ভাবে শাড়িটা পরেছিলাম। যে কারণে আমাকে একটু স্বাস্থ্যবতী মনে হচ্ছিল। বিশেষত পেটের কাছে। ছবিতে সেটা আমিও খেয়াল করেছি। বিয়ের পর এমনিতেই অনেকটা ওজনও বৃদ্ধি পেয়েছে। ফলে সকলেই ধরে নিলেন আমি অন্তঃসত্ত্বা। আসলে মার্চ মাস থেকেই এই নিয়ে জল্পনা চলছে। তাই কাঞ্চনকে বললাম লোকে যখন বলছেই এ বার সত্যিই সুখবরটা দেওয়া উচিত।
তবে স্ত্রীর সরস উত্তরে নাকি লাজুক হয়ে যান বিধায়ক। স্ত্রীর কথাকে নাকি রসিকতা বলেই উড়িয়ে দিয়েছেন। শেষে অবশ্য শ্রীময়ীর সংযোজন, যে যা পারে বলুক। এখন বিয়ে হয়ে গিয়েছে বির্তকের কোনও ভয় নেই।’’ যদিও শ্রীময়ী আশ্বাস দিয়েছেন সুখবর এলে সকলের সঙ্গেই ভাগ করে নেবেন লুকিয়ে রাখবেন না।
শহিদ