ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

‘সালমানের পরিবারের জন্যই শাহরুখ খান হতে পেরেছি’

প্রকাশিত: ১৪:১৮, ২ নভেম্বর ২০২৪

‘সালমানের পরিবারের জন্যই শাহরুখ খান হতে পেরেছি’

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি : সংগৃহীত

একজন ‘বলিউড কিং’, অন্যজন ‘বলিউড ভাইজান’। দুই খানের বন্ধুত্ব যেন রূপ নিয়েছে ভ্রাতৃত্বে। দুই খানের একে অন্যকে নিয়ে মন্তব্য তাঁরই প্রমাণ।

২০১৮ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খান বলেছিলেন, সালমান খান ও তাঁর পরিবারের জন্যই তিনি এত বড় তারকা হতে পেরেছেন। সালমান খানের গেম শো ‘দাশ কা দম’-এর সিজন থ্রির চূড়ান্ত পর্বে সাফল্যের নেপথ্যের গল্প বলেন। সালমানের বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

শাহরুখ খান বলেন, ‘যখন প্রথম মুম্বাইয়ে আসি, অভিনেতা হিসেবে দিনগুলো ছিল সংগ্রামের। আমি সালমানের বাড়িতে খেতাম। তখন সেলিম খানজি আমাকে অনেক সাহায্য করেছিলেন। তাঁদের জন্যই আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।’

জনপ্রিয় এই তারকা আরো বলেন, ‘আমি এই শোতে এসেছি শুধু সালমানের কারণে। সে আমাকে যেখানে যেতে বলবে, সেখানেই যাব।’

সালমান খানের এ শোতে শাহরুখ খান ছাড়াও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি আছেন। তাঁরা ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয়ের স্মৃতি বর্ণনা করেন। 

খবর: বলিউড লাইফ ডটকম।

এসআর

×