ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসব

অ্যাঞ্জেলিনা জোলি বিশেষ সম্মাননায় 

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২৪

অ্যাঞ্জেলিনা জোলি বিশেষ সম্মাননায় 

অ্যাঞ্জেলিনা জোলি

চলছে ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতালির ভেনিস শহরে পর্দা উঠছে উৎসবটির। এ বছরের উৎসব শুরু হয়েছে গত ২৮ আগস্ট। উৎসবে প্রতিদিন প্রদর্শনী হচ্ছে নতুন সিনেমার, তারকারা হাঁটছেন রেড কার্পেটে।  অতিমারি, হলিউডের ক্রু মেম্বারদের ধর্মঘট ও নানা বিপর্যয় কাটিয়ে নতুন করেই যেন ফিরল ভেনিস। সেই সঙ্গে ফিরলেন তারকারাও।

উৎসবে হাজির জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট। এ দুই হলিউড তারকা আছেন ‘উলফ’ ছবিতে, উৎসবের আউট অব কম্পিটিশন বিভাগে জায়গা পেয়েছে তাদের সিনেমাটি। উৎসবে হাজির অভিনেত্রী নিকোল কিডম্যান। তার অভিনীত সিনেমা ‘বেবি গার্ল’ আছে স্বর্ণসিংহ পুরস্কারের দৌড়ে। ইরোটিক থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন হেলিনা রেজিন।

এদিকে ‘মারিয়া’ সিনেমা নিয়ে এবারের আসরে হাজির হন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ৪৯ বয়সী অভিনেত্রীকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়।  ‘মারিয়া’ সিনেমা প্রদর্শনীর আগে লালগালিচায় হাঁটেন অ্যাঞ্জেলিনা জোলি। পরে সিনেমাটির প্রিমিয়ার হয়। চিলিয়ান নির্মাতা প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে বানিয়েছেন সিনেমাটি। এতে মারিয়ার চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। প্রিমিয়ার শেষে ৮ মিনিট স্ট্যান্ডিং অভেশন পান।

চলতি বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২১টি সিনেমা। যার মধ্যে রয়েছে প্রখ্যাত সব নির্মাতার সিনেমা। এখন এটাই দেখার পালা শেষ পর্যন্ত কার হাতে ওঠে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন (স্বর্ণসিংহ)। এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে টড ফিলিপস নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘জোকার : ফলি আ ডিউ’। আগামী ৪ অক্টোবর হলে মুক্তির আগে ভেনিস উৎসবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির।

অনেকের ধারণা, টড ফিলিপসের হাতেও উঠতে পারে স্বর্ণসিংহ। অন্যদিকে পিছিয়ে নেই আলোচিত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনো। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে তার নতুন সিনেমা ‘কুইয়ার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। এ ছাড়া স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত উৎসব চলবে।

এবারের উৎসবে প্রধান জুরির দায়িত্ব পালন করছেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। ভেনিস উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় টিম বার্টনের ফ্যান্টাসি কমেডি-হরর সিনেমা ‘বিটলজুস বিটলজুস’। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বিটলজুস’-এর সিক্যুয়েল এটি।

×