ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

অপূর্ব অভিনীত ‘নীল ঘূর্ণি’ শুরু হচ্ছে কাল

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১২ আগস্ট ২০২৪

অপূর্ব অভিনীত ‘নীল ঘূর্ণি’ শুরু হচ্ছে কাল

‘নীল ঘূর্ণি’ ধারাবাহিক নাটকের দৃশ্যে অপূর্ব

দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছোট পর্দা, ওটিটি সব মিলিয়ে বলা যায় এক প্রকার দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা। এবার অপূর্ব অভিনীত নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’ প্রচার হতে যাচ্ছে আরটিভিতে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনায় সৈয়দ শাকিল। পরিচালক সূত্রে জানা যায়, গল্পের উপজীব্য হচ্ছে বাদল আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন।

সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ^াসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে ঢাকার পুলিশ প্রশাসন। শোনা যায়, সে নাকি কক্সবাজার এসে গা ঢাকা দিয়েছে। 
অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজার। কিছুদিন হলো তাদের বিয়ে হয়েছে। সারাদিন বীচে ঘোরাঘুরি শেষে রাতে হোটেল রুমে ফিরে স্পর্শীর মাথাব্যথা। অনিক ৫ মিনিটের কথা বলে ওষুধ আনতে বাইরে যায়। কিন্তু দুই ঘণ্টা পেরোনোর পরও যখন ফেরে না, স্পর্শী চিন্তিত হয়ে হোটেল ম্যানেজারকে জানায়। বাকি রাত এভাবে দুশ্চিন্তায় কাটে। ভোরেও কোনো খোঁজ পাওয়া যায় না। 
জলজ্যান্ত একটা মানুষ যেন মুহূর্তে হাওয়া। বাদলের চেহারার সঙ্গে দেখতে অনেকটাই মিল অনিকের। তাই বাদলের এন্টিপার্টি রইসের লোকেরা অনিককে বাদল ভেবে ধরে নিয়ে যায়। তাদের কাছে গোপন তথ্য ছিল, বাদল কক্সবাজারে আছে। কিন্তু ধরা পড়ার পরে তারা ভুল বুঝতে পারে। তারা ঠিক করে, অনিককে যখন ভুল করে ধরে ফেলেছে, তখন একটা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে।

এদিকে অনিককে খুঁজে না পেয়ে স্পর্শী ঢাকায় তাদের আত্মীয় ও স্থানীয় থানায় জানায়। থানা থেকে খুঁজে বের করার আশ্বাস দেয়। স্পর্শী মন খারাপ করে সারাদিন বসে থাকে বিচে। সন্ধ্যার দিকে এক পাড় মাতাল যুবক পেছন থেকে এসে স্পর্শীকে সেন্সলেস করে নিয়ে যায় তার ডেরায়। সে হচ্ছে স্থানীয় বাউন্ডুলে। নাম জহির। জহির অসৎ উদ্দেশ্যে স্পর্শীকে ধরে নিয়ে এলেও স্পর্শীর ঘুমন্ত চেহারার নিষ্পাপ ভঙ্গি দেখে তার মায়া হয়।

সে স্পর্শীর গায়ে একটা চাদর ঢেকে দিয়ে সারারাত বাইরে মদ খেয়ে, শুয়ে, বসে কাটায়। ভোরে স্পর্শীর জ্ঞান ফেরে। নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করে অজানা আশঙ্কায় তার মন ভরে ওঠে। এ সময় জহির আসে। জহিরকে দেখে সে আরও গুটিয়ে যায়। জহির যে তাকে অসৎ উদ্দেশ্যে ধরে এনেছে এটা গোপন করে বলে, স্পর্শী বিচে অজ্ঞান হয়ে পড়েছিল। সে তাকে নিরাপদ স্থানে এনে রেখেছে। স্পর্শী জহিরের কথা বিশ্বাস করে।

এক পর্যায়ে জহিরের সঙ্গে তার এক ধরনের অসম বন্ধুত্ব হয়ে যায়। জহির তাকে তার স্বামীকে খুঁজে বের করে দেয়ার আশ্বাস দেয়। এমন টানটান গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘নীল ঘূর্ণি’ আরটিভিতে প্রচার হবে আগামীকাল বুধবার থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায়। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, এ্যানি খান, এ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।

×