.
কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ হন আবু সাঈদ। দাবি আদায়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দিয়ে মৃত্যুকে জয় করেছেন তিনি। এবার শহীদ আবু সাঈদকে নিয়ে গান প্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়বার সংগ্রামী শহীদ আবু সাঈদকে শ্রদ্ধা নিবেদন করেই এই গান তৈরি করেছেন তিনি।
‘বুক চিতিয়ে নির্ভয়ে যে দাঁড়াতে পারে, ভয় দেখিয়ে আর লাভ কি বলো তারে?, বৈষম্য আর অনিয়মে, জ্বলে উঠেছে ক্রমে ক্রমে, অধিকারের জন্য বিলিয়ে প্রাণ মৃত্যুকে করছে মহান..., আবু সাঈদ প্রতীকী হয়ে ওঠা সংগ্রামের বিকল্প ফুল হয়ে ফোটা বিজয়ের এক গল্প’ এমন কথার গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই। সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটির শিরোনাম ‘বিজয়ের গল্প’। গানটি শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল গান ও ভিডিও প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে শফিক তুহিন বলেন, আবু সাঈদের এই যে নির্বাক ও নির্ভয়ের শহীদি মৃত্যু, সেই মৃত্যু সারা পৃথিবীর প্রতিটি মানুষকে নাড়িয়ে দিয়েছে। তার মৃত্যুর সূত্র ধরেই এই আন্দোলন দেশের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়েছে। এই যে বিজয়, এই বিজয়ের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ আবু সাঈদ আমাদের নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা তার কাছে চিরঋণী। আবু সাঈদসহ এই সংগ্রামের প্রতিটি শহীদকে গানে গানে জানাই আমার শ্রদ্ধা ও সালাম।