সালমান খান
ইতিহাস গড়তে হত্যা করতে চান বলিউড অভিনেতা সালমান খানকে। ভাইজানকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার ঘটনার মামলায় ক্রমশই সামনে আসছে এমন একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ১৯৯৮ সাল থেকে বিষ্ণই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন অভিনেতা। ওই বছরই একটি সিনেমার শূটিংয়ে গিয়ে তিনি রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন। আর এই বিষ্ণই গ্যাং কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পূজা করে।
এরপর থেকেই তাকে হত্যা করতে চাইছে বিষ্ণই গ্যাং। সেই প্ল্যান অনুযায়ীই কিছুদিন আগে তার বাড়িতে গুলি চালায় দুই শূটার। এদিকে তাকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার ঘটনার মামলায় ক্রমশই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সোমবার (২২ জুলাই) বিশেষ বিচারক বি ডি শেলকে ছয় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছেন।
শুনানিতে এই হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। এবার চার্জশিট থেকে জানা গেল আরও কিছু তথ্য। চার্জশিট অনুসারে, লরেন্স বিষ্ণইয়ের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ ছিল। শুধু তাই নয়, তিনি তাদের ৬ জনকে ২০ লাখ টাকা দিয়েছেন সালমানকে হত্যা করার জন্য। একই সঙ্গে জানা গিয়েছে যে, তিনি তাদের বলেছিলেন, ভাইজানকে মারতে পারলে তারা ইতিহাস তৈরি করতে পারবে।
পুলিশের পেশ করা চার্জশিট থেকে জানা গেছে, আনমোল বিষ্ণই, শূটার ভিকি গুপ্তা এবং সাগর পালকে বলেছিলেন নিজেদের নির্ভীক প্রমাণ করতে তারা যেন হেলমেট না পরে যান এবং ধূমপান করেন। ইতোমধ্যেই মুম্বাইয়ের বিশেষ আদালতের পক্ষ থেকে একটি জামিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই এবং রোহিত গোদেরার নামে। গত ২৭ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা বের করা হয়েছে।
তবে বর্তমানে তারা দুজনেই পলাতক। তাদের কথোপকথনের সেই অডিও ক্লিপ পেশ করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে। এছাড়া জানা গেছে, যে সিগন্যাল অ্যাপের মাধ্যমে আনমোল এই শূটারদের বলেছিলেন সালমানের বাড়ি তাক করে তারা যেন একাধিকবার গুলি চালান। এমনকী জেলে বন্দি লরেন্স বিষ্ণইও নাকি শূটারদের সঙ্গে কথা বলেছেন।
বুঝিয়েছেন তারা সফল হলে তারা নাকি ইতিহাস তৈরি করবেন। মিডিয়াতে আসবে তাদের নাম। গত ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে দুই ব্যক্তি এসে গুলি চালিয়ে যান। তার পর থেকে ধীরে ধীরে নতুন করে প্রকাশ্যে আসতে থাকে বিষ্ণই গ্যাংয়ের সালমান হত্যার পরিকল্পনার কথা।