ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অভিনয় শিল্পী সংঘ থেকে মমর পদত্যাগ

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ৫ আগস্ট ২০২৪

অভিনয় শিল্পী সংঘ থেকে মমর পদত্যাগ

জাকিয়া বারী মম

নন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় শিল্পী সংঘ থেকে পদত্যাগ করেছেন। রবিবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, শিল্পীদের সংঘে আর নেই! মানে অব্যাহতি নিয়েছেন শিল্পীদের অন্যতম সংগঠন অভিনয় শিল্পী সংঘ থেকে। সংগঠনটির ইংরেজি নাম অ্যাকটর্স ইক্যুইটি বাংলাদেশ। মমর ভাষায়, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায় বিচার।

ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোস মেনে  নেওয়া, ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি অ্যাকটর্স ইক্যুইটি বাংলাদেশ  থেকে অব্যাহতি গ্রহণ করলাম। ৪ আগস্ট দিনগত রাতে এই পদত্যাগপত্রের একটি কপি নিজের  ফেসবুক  দেওয়ালেও ঝুলিয়ে দিয়েছেন অভিনেত্রী।

বিদায় নিতে গিয়ে মম তার অব্যাহতিপত্রে সংগঠনের প্রতি আশাবাদ ব্যক্ত করেন এভাবেÑঅভিনেতা, অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন  দেশ তথা জাতীয় বিষয়ে  লোক  দেখানো অভিনয় না করে বিবেক এবং  চেতনাবোধ জাগ্রত করে মাথা সমুন্নত  রেখে এগিয়ে যাক,  সেই আশাবাদ ব্যক্ত করছি। তথ্য হলো, চলমান কোটা সংস্কার আন্দোলনটি যখন শান্তিপূর্ণ ক্যাম্পাস থেকে সহিংসতার দিকে  দেশজুড়ে গড়াচ্ছে, ঠিক তখনই  দেশের সবচেয়ে সমৃদ্ধ শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ একটি বিবৃতি পাঠায় গণমাধ্যমে।

সেখানে সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান বলার  চেষ্টা করেন,  কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় তাদের এই সাংগঠনিক  প্রতিবাদলিপি। অভিনয় শিল্পীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে ১৯৯৮ সালে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে যাত্রা করে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। ২০১৭ সালে প্রথম আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে সংগঠনটি।

×