ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

প্লে-ব্যাক করার স্বপ্ন সাথী খানের

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২, ৪ আগস্ট ২০২৪

প্লে-ব্যাক করার স্বপ্ন সাথী খানের

.

সাথী খান, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় আলোচিত সংগীতশিল্পী। বিশেষত ফোক গানের শিল্পী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তার কণ্ঠে প্রতিবাদী ঘরানারআমি নতুন কী আর আছি গো, পুরান হইয়া গেছিগানটি গত মার্চ মাসে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে গানটি। গানটির কথা সুর হানিফ খানের। ছাড়া কাব্যিক পলাশের লেখা সুরেরআমি এক এমন পাখিগানটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মোটকথা ফোক গানে নিজের মৌলিক গান দিয়ে এরই মধ্যে দেশব্যাপী সাথী খান বেশ আলোচনায় এসেছেন। তবে সাথী খানের স্বপ্ন সিনেমাতে গান করা।

সাথী খান বলেন, প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে সিনেমাতে গান করার। সিনেমার গানের প্রচার যেমন অনেক বেশি হয়ে থাকে নানা মাধ্যমে, শ্রোতাপ্রিয়তা বা জনপ্রিয়তাও হয় একটা অন্য লেবেলে। যে গান মোটামুটি হিট হয় তা দেশের আনাচে কানাচেসহ দেশের বাইরেও বিশেষত বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে ব্যাপক সাড়াও ফেলে। তা ছাড়া আমাদের দেশের সিনিয়র শিল্পী যারা আছেন যেমন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম এমন কী শ্রদ্ধেয় মমতাজ আপারও সিনেমায় অনেক গান আছে যা শ্রোতা-দর্শকের মুখে এখনো শোনা যায়। তো আমিও চাই সিনেমায় এমন কিছু গান করতে যা যুগের পর যুগ যেন শ্রোতা-দর্শকের মধ্যে থেকে যায়। জানি না সিনেমায় প্লে-ব্যাক করার স্বপ্ন কবে পূরণ হবে। তবে আমি প্রচন্ড ধৈর্য ধরে অপেক্ষা করছি।

এরই মধ্যে চলতি মাসের শুরুতেই সাথী হানিফ খানের কথা সুরেতোমার বংশের কী নীতি মামুন আফনান রুমীর লেখা সুরেবিশ্ব হারামীগানে কণ্ঠ দিয়েছেন। ছাড়াও সাথী খান জানান তার নিজের চ্যানেলসাথী খান’- নতুন নতুন মৌলিক গান প্রকাশের জন্য মিউজিক ভিডিওসহ প্রস্তুত আছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই গানগুলো প্রকাশ করবেন বলে জানালেন সাথী খান। এদিকে গতকাল ছিল বন্ধু দিবস।

×