
সুকান্ত গুপ্ত ও সামিয়া আহসান
আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত ও সংগীতশিল্পী সামিয়া আহসানের যুগলবন্দিতে মুগ্ধ শিল্পকলা একাডেমিতে উপস্থিত দর্শক। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলা আমার সংস্কৃতি চর্চাকেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ‘বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা’। সুকান্ত গুপ্তর আবৃত্তি এবং সামিয়া আহসানের গানে অন্য রকম আবহ সৃষ্টি হয় পুরো মিলনায়তনজুড়ে। গীতাঞ্জলি হতে ‘অন্তর মম বিকশিত করো’ এবং ‘বর্ষার দিনে’ কবিতা দিয়ে শুরু হয় এ দুই শিল্পীর আবৃত্তি ও গানের যুগল সম্মিলন।
সংগঠনের সদস্যদের নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল, স্বর্ণলতা ঘোষ ও ফারজানা কুমকুম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান আকাশ।