ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঈদে বিটিভিতে তারকাবহুল চার নাটক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৬, ১০ জুন ২০২৪

ঈদে বিটিভিতে তারকাবহুল চার নাটক

মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে তারকাবহুল তিনটি একক ও একটি চার পর্বের ধারাবাহিক নাটক। ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের রচনা ও এল রুমা আকতারের প্রযোজনায় নাটক ‘মধুযাত্রা’। এ নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, আক্তারি বেগম, ম আ সালাম, উপমা, ঊর্মি, মিজানুর রহমান, শ্যামলী, ইমরান, গাজী রোকন, ফাহমিদা শারমিনসহ আরও অনেকে। 
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর থাকছে বদরুল আনাম সৌদের রচনা ও আল মামুনের প্রযোজনায় নাটক ‘অবিরাম দেবদাস’। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম।
ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে সুজাত শিমুলের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় নাটক ‘প্রায়শ্চিত্ত’।

এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ, নূরে আলম নয়ন, শাহেদ শরীফ খান, সামিয়া নাহি, কাজী রাজু,  মাসুদ রানা মিঠু, ম. আ. গোলাম, ইকবাল বাবু, সুভাশিষ ভৌমিক, সাথী, আনিসুর রহমান, গাজী রোকন, উত্তম ও সুজাত শিমুল।

×