ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

রবীন্দ্রসংগীতে শাহ্ হামজা-আয়েশা মৌসুমী

প্রকাশিত: ০০:৫০, ২৩ মে ২০২৪

রবীন্দ্রসংগীতে শাহ্ হামজা-আয়েশা মৌসুমী

শাহ্ হামজা-আয়েশা মৌসুমী

কণ্ঠশিল্পী শাহ্ হামজা। নিয়মিত নতুন নতুন গান দিয়ে শ্রোতাদের সঙ্গে থাকছেন তিনি। এ কণ্ঠশিল্পী এবার তার শ্রোতাদের উপহার দেবেন একটি রবীন্দ্রসংগীত। ‘আমারো পরানো যাহা চায়, তুমি তাই তাই গো’-জনপ্রিয় এ গানটিতে তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী। গানটির নতুন সংগীতায়োজন করেন জাহিদ বাসার পঙ্কজ। গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, রবীন্দ্রসংগীতের প্রতি আমার অন্যরকম ভালোলাগা সব সময় ছিল।

কিন্তু ব্যান্ডের গান করার কারণে রবীন্দ্রসংগীত করার সময় ও সুযোগ পাইনি। তবে এবার আর দেরি করতে চাইনি। তাই আমার খুব পছন্দের এ গানটিতে কণ্ঠ দিয়েছি। আশা করছি আমার অন্যসব গানের মতো এটিও শ্রোতাদের ভালো লাগবে।’ প্রসঙ্গত, গেল ঈদে হামজার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘প্রীতির বাঁধন’ শিরোনামের গানটি। আসাদুল্লাহ দেহেলভীর কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হামজা নিজেই। গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাহ্ হামজাতে প্রকাশ হয়েছে।

×