ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

ছোটপর্দায় অরিত্রী পাল

প্রকাশিত: ০০:৪৭, ২৩ মে ২০২৪

ছোটপর্দায় অরিত্রী পাল

অরিত্রী পাল

ছোটপর্দার অনেক জনপ্রিয় তারকার সন্তানরাও আজকাল অভিনয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার ছোটপর্দায় নাট্যকার মানস পালের মেয়ে অরিত্রী পালকে দেখা যাবে। এ নাট্যকার দীর্ঘ সময় ধরে টিভি নাটক রচনা করছেন। সম্প্রতি তারই গল্পে ঈদের জন্য নির্মিত হয়েছে টেলিছবি ‘খেয়ালি বাতাস’। এতে তার মেয়ে অরিত্রী অভিনয় করেছে বলে জানান তিনি। এতে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, শবনম ফারিয়া, ম অ সালাম, শফিক খান দিলু, শেখ স্বপ্না, হিমে হাফিজ।

নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। ঈদুল আজহায় চ্যানেল আইতে এটি প্রচার হবে। মানস পাল বলেন, এটাই আমার মেয়ে অরিত্রী পালে প্রথম নাটকে অভিনয়। প্রথম নাটকেই সে অনেক গুণীশিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেল। সবাই তার অভিনয়ের প্রশংসা করেছে। পড়ালেখার পাশাপাশি যদি তার আগ্রহ থাকে তবে তাকে অভিনয়ে দেব।’

×