ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সাতশ পর্বের দিকে ‘বকুলপুর সিজন টু’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ২১ এপ্রিল ২০২৪

সাতশ পর্বের দিকে ‘বকুলপুর সিজন টু’

.

জনপ্রিয়তায় একে একে সাতশত পর্বের দিকে এগিয়ে চলেছে গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক বকুলপুর সিজন টুধারাবাহিক এই নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিনএই নাটকে নিগার চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় এসেছেন সময়ের নন্দিত অভিনেত্রী স্বর্ণলতাবলা যায় ঠিক এই মুহূর্তে নাটকের গল্প এগিয়ে চলছে তার বিয়ে সম্পর্কিত সমস্যা নিয়েএরইমধ্যে দীপ্ত টিভিতে ধারাবাহিকটির ৬৮৬তম পর্ব প্রচার হয়েছেশীঘ্রই নাটকটির ৭০০তম পর্ব প্রচার হবেনির্মাতা কায়সার আহমেদ বেশ উচ্ছ্বসিত নাটকটি নিয়েকারণ নাটকটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেনাটকে বাঁকা সরকার চরিত্রে অভিনয় করেও বেশ আলোচনায় আছেন মুকুল সিরাজঅন্যদিকে বোরহান চরিত্রে অভিনয় করেও আরও দর্শকপ্রিয়তা পেয়েছেন তানভীর মাসুদনির্মাতা কায়সার আহমেদ বলেন, বকুলপুর ধারাবাহিকটি আমার জীবনের অন্যতম দর্শকপ্রিয় একটি নাটকদর্শকের ভালোবাসার কারণেই নাটকটি এত জনপ্রিয় হয়ে উঠেছেনাটকের রচয়িতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাকৃতজ্ঞতা দীপ্ত টিভিসহ সকল শিল্পী কলাকুশলীদের প্রতিস্বর্ণলতা দেবনাথ বলেন, নিগার চরিত্রটি আমার অভিনয় ক্যারিয়ারের জন্য একটি টার্নিং চরিত্র

এই ধারাবাহিকে অভিনয়ের পর আমি দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছিশূটিং-এর বাইরে আমি যখন যেখানে গিয়েছি নিগার হিসেবেই আমাকে চিনেছেন অনেকেতারা আমার সঙ্গে প্রবল আগ্রহ নিয়ে ছবি তুলতে চেয়েছেনকেউ কেউ শুধু কথাই বলতে চেয়েছেন, এটা যে কত আনন্দের ভালো লাগার তা ভাষায় প্রকাশের নয়তাই কায়সার ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কৃতজ্ঞ পুরো বকুলপুর টিমের প্রতিমুকুল সিরাজ বলেন, বকুলপুর সিজন টু-তে অভিনয় করে আমিও বাঁকা সরকার হিসেবে প্রচুর সাড়া পেয়েছিএই নাটকের প্রতি একটা অন্যরকম মায়া আছে যা ভাষায় প্রকাশের নয়তানভীর মাসুদ বলেন, ‘বোরহান চরিত্রটি ধারাবাহিকটির মধ্যে একটি ব্যতিক্রম চরিত্রসব চরিত্র থেকে সহজেই আলাদা করা যায়আমার অভিনয় জীবনের সিগনেচার ক্যারেক্টার বোরহানকৃতজ্ঞতা কায়সার ভাইয়ের প্রতি, অনেক অনেক কৃতজ্ঞতা দর্শকের প্রতি

×