ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সত্যিকার অর্থে আমরা এক পরিবার ॥ মিশা সওদাগর

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ২০ এপ্রিল ২০২৪

সত্যিকার অর্থে আমরা এক পরিবার ॥ মিশা সওদাগর

নিপুনকে মালা পরিয়ে দিচ্ছেন মিশা সওদাগর, পাশে ডিপজল

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হতে পারলেন না নিপুণ আক্তার। মাত্র ১৭ ভোটের জন্য তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল না। মিশা সওদাগর পরিষদের ডিপজলের কাছে সাধারণ সম্পাদক পদ হারালেন তিনি। জয়ের স্বপ্ন পূরণ না হলেও ফুলের মালা ঠিকই শোভা পেয়েছে নিপুণের গলায়। আর এর জন্য কৃতিত্ব দিতে হবে মিশা সওদাগর ও মনোয়ার হোসেল ডিপজলকেই।
শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে দেখা যায় মিশা-ডিপজল পরিষদের জয় জয়কার। নিপুণের সঙ্গে হেরে গেছেন তার পরিষদের সভাপতিপ্রার্থী মাহমুদ কলিও। 
নির্বাচনের ফল ঘোষণার পরেই প্রথমে নিপুণ আক্তার বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে দেন। আর সেই মালা খুলে নিপুণের গলায় পরিয়ে দেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।  
এ সময় নিপুণের প্রশংসা করে মিশা সওদাগর বলেন, নিপুণ আজ যা করেছে তা নজির হয়ে থাকবে। শিল্পী সমিতির এই নির্বাচন নামে মাত্র একটি নির্বাচন। সত্যিকার অর্থে আমরা এক পরিবার। আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি করব।

×