ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

’জেমস’ এর জন্য কল করলে ফোন বন্ধ পাওয়া যায় শাকিব খানের 

প্রকাশিত: ১৮:৫৬, ১৭ এপ্রিল ২০২৪

’জেমস’ এর জন্য কল করলে ফোন বন্ধ পাওয়া যায় শাকিব খানের 

শাকিব খান 

সম্প্রতি বাংলায় বেশ ঝড় তুলে আছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। একের পর এক দারুন সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। ইদ উপলক্ষে তার সর্বশেষ সিনেমা মুক্তি পায়।   

চিত্রনায়ক শাকিব খান ও পরিচালক মালেক আফসারী সবশেষ ‘পাসওয়ার্ড’ সিনেমাটি দর্শকদের উপহার দেন। সিনেমাটি বেশ ব্যবসা সফল হয়। জানা গেছে, এবার নির্মাতা মালেক আফসারী ‘জেমস’ নামে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এ সিনেমায় শাকিব খান অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরের জন্য নির্মাণ করার কথা রয়েছে মালেক আফসারীর। এরই মধ্যে বিষয়টি চূড়ান্ত হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছেন মুশফিকুর রহমান মঞ্জু। চিত্রনাট্য লিখেছেন চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। পরিচালক এরই মধ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। যিনি নায়ক হচ্ছেন, তার সঙ্গে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনেমা সংশ্লিষ্ট একজন বলেন, 'বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম এন্ট্রি হয়েছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগির বিষয়টি সবাইকে জানানো হবে।' 

পরিচালক মালেক আফসারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, 'তিন বছর আগে সিনেমা নির্মাণের কাজ ছেড়ে দিয়েছি। এই সিনেমার বিষয়ে কোনো কিছু জানি না।'

নতুন সিনেমার বিষয়টি জানতে শাকিব খানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা 'রাজকুমার'। ঈদের দিন থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকে ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে তুলনামূলক ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। প্রশংসিতও হচ্ছে বেশ।

এরই মধ্যে খবর এসেছে, হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি এবার যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকেরা সেখানকার প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন।

 

শিলা

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার