
.
প্রকাশ হলো একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের বই ‘মুক্তিযুদ্ধ ও বাঁশিওয়ালা নাবিকের স্বদেশফেরা’। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও লেখক প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তথ্য কমিশনার ও প্রাক্তন জেলা জজ শহিদুল আলম ঝিনুক। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফোকলোর গবেষক ড. শিহাব শাহরিয়ার, ছড়াকার আ ফ ম মোদাচ্ছের আলী প্রমুখ। ওস্তাদ আজিজুল ইসলাম বলেন, জীবনের শেষ প্রান্তে এসে ‘মুক্তিযুদ্ধ ও বাঁশিওয়ালা নাবিকের স্বদেশফেরা’ বইটি প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত।