ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অন্তর্জালে আসছে ‘অবিনশ্বর’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

অন্তর্জালে আসছে ‘অবিনশ্বর’

.

নির্মিত হয়েছে ভাষা আন্দোলনের রূপকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াই সংগ্রামের ওপর একটি প্রামাণ্য চলচ্চিত্র। এটির নাম দেওয়া হয়েছেঅবিনশ্বর এটি নির্মাণ করেছেন নির্মাতা-প্রযোজক ফাখরুল আরেফিন খান। সরকারি অনুদান আর গড়াই ফিল্মসের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণের খবর দিয়েই চুপ থাকছেন না নির্মাতা, বরং খুশির খবর দিলেন এভাবে- চলচ্চিত্রটি তিনি সবার জন্য অন্তর্জালে (ইউটিউব) মুক্তি দিচ্ছেন ভাষার মাসের শেষ দিন, ২৯ ফেব্রুয়ারি। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত প্রসঙ্গে খানিকটা খুলেও বললেন ফাখরুল।

যে তথ্যগুলো এখনকার বেশিরভাগ বাঙালিই জানেন না। যারা জানেন, তারা সেটি প্রচারের বিষয়ে অনেকটা নীরব। নির্মাতার তথ্যমতে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি আইনজীবী, সমাজকর্মী ভাষা সৈনিক। তিনি দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন। তিনি প্রথম ব্যক্তি, যিনি পাকিস্তান গণপরিষদের অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেছিলেন। সেই অপরাধে ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকবাহিনী তার দোসররা ধীরেন্দ্রনাথ দত্ত তার ছোট ছেলে দিলীপকুমার দত্তকে ধরে নিয়ে যায়। এরপর ময়নামতি সেনানিবাসে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। অবিনশ্বর প্রামাণ্য চলচ্চিত্রে ধীরেন্দ্রনাথ দত্তের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌম্য সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মৌমিতা পাল, জি জে মেরি আচার্য, বাংলাদেশের মাজনুন মিজান, জোশ আল জায়েদী, মীর নওফেল আশরাফী জিসান, আতিক রহমান, আমিরুল ইসলাম প্রমুখ।

 

×