ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

খায়রুল-সাদিয়া আয়মানের ‘ভালোবাসা ৫ টন’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪

খায়রুল-সাদিয়া আয়মানের ‘ভালোবাসা ৫ টন’

.

ভালোবাসার পরিমাপ হয় না। তবু অনেকে ভালোবাসাকে বিভিন্নভাবে তুলনা করে। কেউ আকাশের সঙ্গে তুলনা করে, কেউ সাগরের সঙ্গে তুলনা করে। এবার জানা গেল খায়রুল বাসার সাদিয়া আয়মানের ভালোবাসার পরিমাণ। টন ভালোবাসা নিয়ে তারা সবার সামনে এলেন। ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি জামাল হোসেন প্রযোজিত রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে জুটিরভালোবাসা পাঁচ টনশিরোনামের একটি নাটক। এতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। এটি পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। নির্মাতা বলেন, ‘ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করেছি। নাম শুনলেই বোঝা যায় ভালোবাসায় ভরপুর নাটকের গল্প। এরমধ্যে দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি।

 

×